রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


দাওয়াতুল হক বাংলাদেশের ‘মজলিসুল উমারা’ আগামী ১জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাওয়াতুল হক বাংলাদেশের ‘মজলিসুল উমারা’ আগামী ১জানুয়ারি অনুষ্ঠিত হবে। রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসা সূত্রে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর সকল আমির, নায়েবে আমির, সর্বস্তরের ইমাম-মুয়াজ্জিন, উলামা-মাশায়েখদের জানানো যাচ্ছে যে, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ-এর মাসিক ‘মজলিসুল উমারা’ আগামী ১ জানুয়ারি ২০২১ ইং (শুক্রবার) সকাল ৭ ঘটিকা হতে অনুষ্ঠিত হবে।’

দাওয়াতুল হক বাংলাদেশের ‘মজলিসুল উমারা’য় নির্দিষ্ট সময়ে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এখন থেকে প্রতি বৃহস্পতিবার বাদ মাগরিব যাত্রাবাড়ি মাদরাসার শাহি মসজিদে ‘সাপ্তাহিক তাফসিরুল কুরআন’ অনুষ্ঠিত হবে। তাফসির করবেন বর্তমান বিশ্বের ইসলাহে উম্মতের অন্যতম রাহবার, বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি, হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।’

এছাড়া আগের নিয়মে প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার মজলিসে দাওয়াতুল হকের মাসিক মজলিসে উমারা ও তার আগের রাত বৃহস্পতিবার মাসিক শবগুজারিও ‍যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ