রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


যুক্তরাষ্ট্রে টিকা নেয়ার সপ্তাহ খানিক পর করোনা আক্রান্ত নার্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যালিফোর্নিয়ায় ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস টিকা নেওয়ার প্রায় এক সপ্তাহ পর কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৪৫ বছর বয়সী এক নার্স। স্থানীয় পৃথক দুটি হাসপাতালের নার্স ম্যাথু ডব্লিউ গত ১৮ ডিসেম্বর একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, তিনি ফাইজারের টিকা পেয়েছেন। তিনি এবিসি নিউজকে তখন বলেন, টিকা নেওয়ার পর তার হাতে একদিন ব্যথা হয়েছে। এছাড়া তার আর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।

জানা যায়, টিকা নেওয়ার ছয়দিন পর বড়দিনের আগের দিন সন্ধ্যায় ম্যাথু ডব্লিউ অসুস্থ হয়ে পড়েন। তিনি কভিড-১৯ ইউনিটে শিফটিংয়ে কাজ করছিলেন। তার ঠান্ডা লেগে যায় এবং পরে পেশী ব্যথা এবং ক্লান্তি নিয়ে ইউনিট থেকে বেরিয়ে আসেন।

এরপর তিনি হাসপাতালের টেস্টিং সাইটে গিয়ে করোনাভাইরাস পরীক্ষা করাতে নমুনা দেন। সেখান থেকে বড়দিনের পরের দিন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ