কাউসার লাবীব: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ যাচ্ছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
আজ (৩০ ডিসেম্বর) বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সেখানে ঈশ্বরগঞ্জের ঐহিত্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর মাদরাসার বার্ষিক মাহফিল ও খতমে বুখারিতে যোগ দিবেন তিনি। আজকের এ বার্ষিক মাহফিলের সভাপতি আল্লামা আবদুর রহমান হাফেজ্জী।
এছাড়া মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান আজ বাদ মাগরিব কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়ার খানকায়ে আতহারিয়ায় ছাত্র,শিক্ষক ও ওলামায়ে কেরামের উদ্দেশ্যে ইসলাহব বয়ান করবেন বলে জানা গেছে।
-এইচএ