রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


অনাচারমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে অগ্রণী ভুমিকা রাখতে হবে: যুব জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিদার শফিক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, আল্লাম নূর হোছাইন কাসেমী রহ. দীনের প্রতিটি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশ ও জাতির কল্যাণে অনেক অবদান রেখে গেছেন। ইসলাম, দেশ ও জাতির জন্য তাঁর ত্যাগ ও কুরবানী চির স্মরণীয় হয়ে থাকবে।

চরম প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো নীতি-আদর্শ বিসর্জন দেননি। দিবা-রাত্রি পরিশ্রম করেও তিনি ক্লান্ত হতেন না। তাঁর সুদৃঢ় নেতৃত্ব সর্ব মহলে প্রশংসিত হয়েছে। তাই তাঁর কর্মপন্থা অনুসরণ করে অনাচারমুক্ত সমাজ গঠনে যুবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

আজ (৩০ ডিসেম্বর) বুধবার পল্টনস্থ জমিয়তের দলীয় কার্যালয়ে যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আল্লমা নূর হোছাইন কাসেমী রহ.এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে জমিয়ত নেতৃবৃন্দ এসব কথা বলেন।

ঢাকা মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা সাইফুদ্দীন ইউসুফ ফাহিমের সভাপতিত্বে এবং মাওলানা সোলাইমান মাদানীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাওলানা আব্দুর রব ইউসুফী।

বিশেষ অতিথি ছিলেন শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। মূল আলোচক ছিলেন জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

আলোচনা সভায় মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, যুব সমাজকে আগামী দিনের দায়িত্ব নিতে হবে। বিপথগামী যুবকদের ইসলামের পথে আনতে হবে। নিরন্তর কর্মব্যস্ততার মাধ্যমে আল্লামা কাসেমীর রেখে যাওয়া আমানতের হেফাজত করতে হবে।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, যোগ্য আলেম এবং সৎ নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে আল্লামা নূর হোছাইন কাসেমী বেশ পারদর্শী ছিলেন। মানুষকে সত্যিকার মানুষ বানানোর একজন সফল কারিগর ছিলেন।

ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, দেশ-জাতি-ধর্ম, শিক্ষা ও রাজনীতিসহ সর্বক্ষেত্রে আল্লামা কাসেমী রহ. একজন অপরিহার্য পথপ্রদর্শক ছিলেন। মানুষের ঈমান-আকীদা রক্ষায় তিনি সবসময়ই আপোসহীন থাকাকে পছন্দ করতেন। তাই আমাদেরও এসব গুণাবলী অর্জন করতে হবে।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মাওলান আব্দুল কুদ্দুস, মাওলানা লোকমান মাজহারী, মুফতী নাসির উদ্দীন খান, মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী, মুফতী বশীরুল হাসান খাদিমানী, মাওলানা ইসহাক কামাল, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা নূরে আলম ইসহাকী প্রমূখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ