রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ক্রোয়েশিয়ায় ফের ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আাওয়ার ইসলাম: ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ক্রোয়েশিয়ায়। মঙ্গলবারের এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আহত হয়েছে বেশ কয়েকজন। ক্রোয়েশিয়ায় আঘাত হানা ভূমিকম্প প্রতিবেশি সাইবেরিয়া এবং বসনিয়াতেও অনুভূত হয়েছে।

স্থানীয় ভূতত্ত্ববিজ্ঞানী ক্রেশিমির কুক ভূমিকম্পকে অত্যন্ত শক্তিশালী বলে আখ্যা দিয়েছেন। বলেন, বসন্তে জাগ্রেবে এবং তার আশপাশে আঘাত হানা ভূমিকম্পের চেয়ে মঙ্গলবারের ভূমিকম্প অনেক শক্তিশালী। নড়বড়ে, পুরানো ভবনের আশপাশ থেকে সরে যাওয়ার জন্য স্থানীয়দের আহ্বান জানান তিনি। আক্রান্ত এলাকা থেকে অন্য কোথাও অবস্থান নেয়ারও অনুরোধ জানান। সতর্ক করেছেন পরবর্তী মৃদু ভূমিকম্পের বিষয়ে।

জানা যায়, ভূমিকম্পের সঙ্গে সঙ্গে ভীত সন্ত্রস্ত বাসিন্দারা রাস্তায় ছুটে আসেন। করোনা সংক্রমণরোধে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকলেও অনেকে শহর ছেড়েছেন ইতোমধ্যে। আগের দিন সোমবার একই এলাকায় ৫ দশমিক ২ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ