আওয়ার ইসলাম: মহামারী করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে ইউরোপের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। রোববার (২৭ডিসেম্বর) সকালে রাজধানী রোমের স্পাল্লাঞ্জানি হাসপাতালে এ ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়।
জানা যায়, প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন ২৫ বছর বয়সী স্বাস্থ্যকর্মী ক্লাউদিয়া আলভেরনিনি। এরপর ভ্যাকসিন দেওয়া হয় হাসপাতালের ভাইরোলজি ল্যাবরেটরির পরিচালক ৬৭ বছর বয়সী মারিয়া রোজারিয়া কাপোবিয়াঙ্কিকে। ভ্যাকসিন গ্রহণের পর চার নারী ও এক পুরুষ স্বাস্থ্যকর্মীকে আইসোলেশনে নেওয়া হয়েছে। দেশটিতে করোনাকালীন দুঃসময়ে পাঁচজনের এই টিম অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সঙ্গে স্পাল্লান্জানি হাসপাতালে দায়িত্ব পালন করেন।
সরকারের পক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে ইতালিতে আরও ৪ লাখ ৭০ হাজার ভ্যাকসিন দেওয়া হবে। ১৫ জানুয়ারির মধ্যে ১৮ লাখ ৭৪ হাজার ৩২৩ ডোজ ভ্যাকসিন দেশটিতে পৌঁছাবে।পর্যায়ক্রমে দেশটির সব নাগরিক বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেয়া হবে।
-কেএল