শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


আপিল বিভাগের সাবেক বিচারপতি আবু সাইদের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বিচারপতি আবু সাইদ আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় তিনি ইন্তেকাল করেছেন বলে জানিয়েছেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

শনিবার (২৬ ডিসেম্বর) যোহর নামাজের পর দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বিচারপতি আবু সাইদ আহমেদ ১৯৯২ সালের ১ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরবর্তীকালে ২০০২ সালের ৫ মার্চ আপিল বিভাগের বিচারপতি হন। ২০০৩ সালের ২৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসরে যান। ১৯৮৪-৮৫ সেশনে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক হিসেবে দায়িত্বপালনকারী বিচারপতি আবু সাইদ আহমেদের ছেলে ব্যারিস্টার মাসুদ আহমেদ সাইদ শিবলীও ২০১৪-১৫ সেশনে বারের কোষাধ্যক্ষ ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ