রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


দুই বছরে ইসরায়েলে চতুর্থবার নির্বাচন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাত্র দুই বছরের ব্যবধানে চতুর্থবারের মতো নির্বাচন করতে যাচ্ছে ইসরায়েল।

গতকাল মঙ্গলবার সরকারকে চালিয়ে রাখতে ও সংসদ স্বয়ংক্রিয়ভাবে বিলোপ ঘটাতে চূড়ান্ত প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে দেশটি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুড পার্টি এবং প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজের নীল ও সাদা জোট গত মে মাসে ঐক্যমতের সরকার গঠনের পর থেকে জাতীয় বাজেটের ইস্যুতে তাদের মধ্যে মতবিরোধ চলছে।

মঙ্গলবার ভোরে সরকারের দুটি প্রধান দলের মধ্যে বাজেট সমঝোতার আলোচনা ভেঙে যায়। এরপর রাতে নেসেট অধিবেশনে দুই দলের সদস্যরা বাজেটের সময়সীমা আরো দুই সপ্তাহের জন্য স্থগিতের প্রস্তাবের বিরুদ্ধে ৪৯-৪৭ ব্যবধানে ভোট দিয়েছেন।

এখন আইন অনুসারে, সেটি পাশ না করলে ইসরায়েলকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আবারও নির্বাচন করতে হবে। যা দুই বছরেরও কম সময়ের মধ্যে চতুর্থ নির্বাচন। কিন্তু আইনপ্রণেতা বা মন্ত্রিপরিষদ কেউই এটি এখনো পাস করেননি। এক দিনের মধ্যে শেষ করাও অসম্ভবের কাছাকাছি প্রক্রিয়া। ২০১৯ সালের এপ্রিল মাসের পর চলতি বছরের মে মাসে এসে ঐক্যবদ্ধ সরকার গঠন করেছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ।

তাদের ঐক্যবদ্ধ সরকার গঠনের চুক্তি অনুযায়ী, গ্যান্টজ ২০২১ সালের নভেম্বরে নেতানিয়াহুর কাছ থেকে প্রধানমন্ত্রী পদ গ্রহণ করবেন এবং ২০২০ ও ২০২১ সালের জন্য দ্বিবার্ষিক বাজেট পাশ করার কথা ছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ