সাইফুল্লাহ্ আল-এরশাদ।।
কুয়েতে অবস্হিত মার্কিন সেনারা শুয়োরের গোশত বিক্রয় ও পাচারের সাথে জড়িত বলে অভিযোগ এসেছে। কুয়েতি আইনের চরম লংঘণ বলে জানা গেছে৷ ইতিমধ্যে কুয়েতে অবস্হানরত মার্কিন বাহিনীর কেন্দ্রীয় ফৌজদারী তদন্ত কমান্ড ঘটনাটির তদন্ত শুরু করেছে৷
আশ শারক জানায়, কিছু মার্কিন সেনা এর আগেও শুয়োরের মাংস পাচার ও বিক্রিয়ের কাজে জড়িত ছিলো। এ অভিযোগ আসার পর মার্কিন সেনাদের উচ্চ পদস্হ কর্মকর্তারা বিক্রি বন্ধ করতে জরুরি আদেশ জারি করেছিলো৷ সে আদেশে ইঙ্গিত করা হয়েছিল, শিবিরগুলির বাইরে শূয়োরের মাংস পাচার ও বিক্রি করার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড৷ একই সাথে এও সতর্ক করে দিয়েছিল, অভিযুক্তরা কুয়েত আইনের আওতায় আসতে পারে। শূয়োরের মাংস বিক্রির শাস্তি তিন মাস থেকে তিন বছরের কারাদণ্ড রেখেছে কুয়েত।
কেন্দ্রীয় ফৌজদারি তদন্ত কমান্ডের মুখপাত্র ‘ক্রিস গ্রে’ বলেন, কালোবাজারি ও তাতে অংশগ্রহণে কুয়েতে মার্কিন সৈন্যদের জড়িত থাকার বিষয়টি সম্পর্কে ব্যপকভাবে তদন্ত শুরু হয়েছে। ইসলামী আইনে শুয়োরের মাংস খাওয়া হারাম৷ ফলে কুয়েত সরকার শুয়োরের মাংস বিক্রয়কারীদের প্রত্যেককে দণ্ড আরোপ করে৷ সেখানে এর আমদানি সম্পূর্ণরুপে নিষিদ্ধ৷ সূত্র: আশ শারক
-এটি