শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


সিসিক কাউন্সিলর তাজ ঢাকায় গ্রেফতার, একদিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা চলাকালীন সময় ‘কঠিন প্রশ্নের’ অজুহাতে পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাংচুরের অভিযোগে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তারেক উদ্দিন তাজ ঢাকায় গ্রেফতার হয়েছেন।

পরীক্ষা চলাকালে অরাজকতা সৃষ্টির অভিযোগে শনিবার (১৯ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানা পুলিশ। এ ঘটনায় করা একটি মামলায় তাজকে প্রধান আসামি করা হয়েছে। ওই মামলায় তাকে রোববার (২০ ডিসেম্বর) একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

তারেক উদ্দিন তাজকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাইয়ুম বলেন, পরীক্ষা চলাকালে অরাজকতার দায়ে ঘটনাস্থল থেকেই তাজকে আটক করা হয়। পরে রোববার মামলা দায়েরের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এই ঘটনায় দায়েরকৃত মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের মধ্যে প্রথমেই রয়েছে তাজের নাম।

তাজকে রিমান্ডে নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, আজকে (রোববার) এই মামলায় ৫ জনকে রিমান্ডে নিয়েছি। পর্যায়ক্রমে সব আসামিদের রিমান্ডে নেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ