রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


করোনায় আক্রান্ত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার রাতে দেশের এই প্রথিতযশা চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অধ্যাপক ডা. আব্দুল্লাহ জানান, ‘করোনা উপসর্গ দেখা দিয়েছিল। শরীর দুর্বল লাগছিল। টেস্ট করালে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছি। বাসায় থেকে ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।’

তিনি বলেন, ‘আইসোলেশনে থাকাই ভালো হবে। তবে আমার অবস্থা এখনো স্থিতিশীল আছে। কেবল একটু দুর্বল অনুভব করছি।’

দিন কয়েক আগেই সর্দি-কাশি ও হালকা জ্বরে ভুগছিলেন একুশে পদকপ্রাপ্ত এই মেডিসিন বিশেষজ্ঞ। সোমবার তাকে রাজধানীর গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তার কন্যা ডা. সাদিয়া সাবাহ। তিনি বলেন, ‘সর্দি-কাশির পাশাপাশি বাবার কিছুটা শারীরিক দুর্বলতাও রয়েছে।’ পুরোপুরি সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ