আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক বলেছেন, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মুক্ত একটি স্বাধীন জাতি এখনও পরিপূর্ণভাবে গঠিত হয়নি। সুতরাং একটি স্বাধীন জাতি গঠনে আমাদেরকে কাজ করে যেতে হবে।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিলো। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিলো তা জানতে হলে বৃটিশদের বিরুদ্ধে ২০০ বছরের সংগ্রাম, ১৯ শতকের গোড়ার দিকে বঙ্গবঙ্গের আন্দোলন, ৪৭ সালের দেশে বিভক্ত, ৫২ সালের ভাষা আন্দোলন, ৫৪ সালের যুক্তফ্রন্ট, বঙ্গবন্ধুর ৬ দফা, ৬৯ গণ অভূত্থান, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের ম্যানুফেস্টে কুরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করা হবে না, ৭ মার্চে রেসকোর্সের মাঠে বঙ্গবন্ধুর ভাষণে ইনশাআল্লাহ। এসব বিষয়ে ইতিহাস জানতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ বৃটিশ ও পাকিস্তানের অধিপত্যবাদকে রুখে দিয়েছিলো। বাংলাদেশে মানুষ ভারতের আধিপত্যবাদকেও মানবে না। ভারত আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করছে। প্রকৃত স্বাধীনতা পেতে হলে সকল আধিপত্যবাদকে রুখে দিতে হবে।
ঢাকা মহানগর সভাপতি মাওলানা রাকিব হোসাইনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা সাইদুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরিফ হোসাইন প্রমূখ।
-এএ