আবদুল্লাহ তামিম: ভাস্কর্য বিষয়ে অস্থিরতা ও সাম্প্রতিক সঙ্কট নিরসনে আলেমদের সঙ্গে সরকারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আল্লামা মাহমুদুল হাসানের প্রধানমন্ত্রী বরাবর লেখা চিঠি শুনেন ও আলেমদের থেকে চলমান অস্থিরতা ও সাম্প্রতিক সঙ্কট নিরসনে পরমর্শ নেন। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করবেন বলে জানা গেছে।
সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের উপস্থিতিতে হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে শীর্ষ আলেমদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন বলে জানান।
বৈঠকে থাকা একাধিক সূত্র বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেন। বৈঠকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাস্কর্য নিয়ে ব্যাখ্যা মন্ত্রীর কাছে তুলে ধরেন তারা। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়েও আলোচনা করেন।
বৈঠকের বিষয়ে মাওলানা উবায়দুর রহমান খান নদভি বলেন, গত ৫ ডিসেম্বর যাত্রাবাড়ী মাদরাসায় আলেমরা যে ৫ দফা প্রস্তাবনা দিয়েছিলেন, সেগুলো সরকারের কাছে তুলে ধরা হয়। সরকার প্রতিনিধিগণ অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা গ্রহণ করেছেন। তারা প্রধানমন্ত্রীর কাছে আলেমদের আলোচনা তুলে ধরবেন বলেও জানিয়েছেন। এ বিষয়ে আলোচনা চলমান থাকবে। আমরা আশা করি আলোচনার মাধ্যমে সরকার শান্তিপূর্ণ একটি সমাধানের দিকে যাবে।
কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড- হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মুফতি রহুল আমিন মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী, মাওলানা উবায়দুর রহমান খান নদভি, মাওলানা নূর আহমদ কাসেম প্রমুখ।
এর আগে গত ৫ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় শীর্ষ আলেমদের বৈঠক থেকে ৫ দফা প্রস্তাব জানানো হয়। ওই বৈঠক থেকেই সরকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়। বাংলাদেশ সচিবালয়ে ও প্রধানমন্ত্রীর কার্যলয়ে একাধিক মাধ্যমেও পত্র প্রেরণ করা হয়।
-এটি