রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


‘সংকটময় এ মুহূর্তে আল্লামা কাসেমীর মত একজন প্রাজ্ঞ ও ভারসম্যপূর্ণ নেতার খুবই প্রয়োজন ছিলো'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, তাওহিদী জনতার ঐক্যের জন্য আল্লামা নূর হোসাইন কাসেমী গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছেন। বিভিন্ন ইসলামী দলসমূহকে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যবদ্ধ আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি একজন প্রথিতযশা আলেমে দ্বীন, প্রাজ্ঞ রাজনীতিবিদ, ইসলামী আন্দোলনের নেতা হিসেবে দেশ, জাতি ও ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেন।

জনগণের হৃত অধিকার পুনরুদ্ধারের চলমান রাজনৈতিক আন্দোলন, ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলন, দীনি শিক্ষার প্রচার প্রসারে আল্লামা নূর হোসাইন কাসেমীর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

বর্তমান জাতীয় সংকটময় মূহুর্তে তার মত একজন প্রাজ্ঞ ও ভারসম্যপূর্ণ নেতার খুবই প্রয়োজন ছিলো। আল্লাহ তায়াল তার এই বান্দাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর মাগফিরাত কামনায় খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ সোমবার সকাল ১০ টায় বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডাক্তার রিফাত হোসেন মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা ঈসা শাহেদী, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, শায়খুল হাদীস মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অধ্যাপক আবদুর জলিল প্রমুখ। মাহফিলে আল্লামা নূর হোসাইন কাসেমীর রূহের মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন।

এর আগে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর জানাজায় দেশের শীর্ষ ওলামাসহ লাখো মুসল্লীর জানাজায় খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অধ্যাপক আবদুর জলিল, ডাঃ রিফাত হোসেন মালিক, মাওলানা আজীজুল হকসহ নেতাকর্মীরা শরীক ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ