আব্দুল্লাহ আফফান
সাব এডিটর>
রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণে আল্লামা নূর হোসাইন কাসেমীর লাশ উপস্থিত করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় মসজিদে তার মরদেহ আনা হয়।
বায়তুল মোকাররম অবস্থানরত আওয়ার ইসলামের প্রতিনিধি মাহমুদুল হাসান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইতোমধ্যে আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতি দিলাওয়ার হুসাইন, মাওলানা মামুনুল হক, মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা জুনাইদ আল হাবীব, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত হয়েছেন।
এছাড়া আল্লামা নূর হোসাইন কাসেমীর জানাজায় অংশ নেয়ার জন্য বায়তুল মোকাররমের চারপাশ থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থী, আলেম ও সাধারণ মুসল্লিরা উপস্থিত হচ্ছেন।
আল্লামা নূর হোসাইন কাসেমীর মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়নি। উপস্থিত সবাইকে ভেতরে পাঠিয়ে দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আল্লামা নূর হোসাইন কাসেমী গতকাল রোববার রাজধানীর ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করেন।