রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার কো- চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রতিষ্ঠিতা মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, নির্বাহী সভাপতি মাওলানা মনসরুল হাসান রায়পুরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সহকারি মহাসচিব মুফতি জাকির হোসাইন খান ও যুব জমিয়তের সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী প্রমুখ।

নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, আল্লামা কাসেমীর ইন্তেকালের জাতি ইসলাম, মুসলমান, জাতি, মানুষ ও আলেম-উলামার কল্যাণের নিবেদিতপ্রাণ একজন মুখলেস ও কর্মঠ আলেমেদ্বীনকে হারালো। তিনি আজীবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন। জাতির যেকোনো সংকটে তার অগ্রণী ভূমিকা ছিল উল্লেখ করার মতো। আমরা দীর্ঘ দিন তার সাথে কাজ করেছি।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেছেন এবং
তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আল্লামা কাসেমী সাহেবের ইন্তেকালে আরও শোক প্রকাশ করেছেন খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ