রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


আল্লামা কাসেমীর স্বাস্থ্যের অবনতি: দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী অসুস্থ। বর্তমানে তাঁর স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। আজ (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে তাঁকে হাই ডিপেন্ডসি ইউনিট (এইচডিইউ)তে নেওয়া হয়েছিলো। তবে বাদ মাগরিব সিসিইউতে আনা হয়েছে আল্লামা নূর হোছাইন কাসেমীকে। বিষয়টি জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমী আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার (১ ডিসেম্বর) ফুসফুসে সংক্রমণ ও ঠাণ্ডাজণিত অসুস্থতার কারণে ডাক্তারের পরামর্শে তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম আল্লামা কাসেমীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তত্ত্বাবধান করছেন।

মুফতি জাকির হোসাইন কাসেমী বলেন, আজ দুপুরের দিকে হুজুরের অবস্থা ততটা ভালো ছিলো না। তখন আইসিইউর প্রথম স্তর এইচডিইউতে স্থানান্তর করা হয়েছিলো। বর্তমানে হুজুরকে সিসিইউতে রাখা হয়েছে।

মুফতি জাকির হোসাইন কাসেমী আরও বলেন, হুজুরের ফুসফুসের সংক্রমণজণিত রোগ, কাশি ও শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় কয়েক দফা করোনা টেস্ট করা হয়েছে। সেখানে ফলাফল নেগেটিভ এসেছে।

এদিকে আল্লামা নূর হোসাইন কাসেমীর সুস্থতা ও দীর্ঘ হায়াতে তাইয়্যেবার জন্য উলামায়ে কেরাম, মাদ্রাসা ছাত্র ও দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করেছেন জামিয়া মাহমুদিয়া ইছহাকিয়া মানিকনগর মাদরাসার মুহাদ্দিস, আল্লামা কাসেমীর ছোট ছেলে মুফতি জাবের কাসেমী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ