রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

তিন কণ্ঠে ঈমানদীপ্ত স্লোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: প্রচণ্ড উত্তাপ ছড়িয়ে অনুষ্ঠিত হয়ে গেলো হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি। ভোর থেকেই বায়তুল মোকাররমে জমায়েত হতে থাকে লক্ষ কোটি তৌহিদি জনতা। নবীপ্রেমিক জনতার স্রোত যেনো জনসমুদ্রে পরিণত হয়েছে আজ। শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো রাজধানীর রাজপথ। সকাল থেকে রাজপথ দখলে নেয় হেফাজতের কর্মীরা। বেলা সাড়ে বারোটার দিকে বায়তুল মোকাররম থেকে শুরু হয় গণমিছিল। এ সময় মিনিট্রাকে ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দের মিনিট্রাক রাজপথে আগলে রেখেছেন লাখো নবীপ্রেমিক তৌহিদি জনতা।

নবীর ইজ্জত রক্ষার এ আন্দোলন ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়া জনতাকে ঈমানদীপ্ত স্লোগানে মুখরিত করে তিন কণ্ঠ।

তাদেরই একজন হেফাজত নেতা, জামিয়া ইসলামিয়া মিরপুর মাদরাসার মুহতামিম মাওলানা জুনায়েদ আল হাবিব। অন্য দুজন হলেন, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, শায়খুল হাদিস ইবনে শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও রাজধানীর সাইন্স ল্যাবরেটরি বায়তুন মামুর জামে মসজিদের খতীব, মুফাসসিরে কুরআন মাওলানা হাসান জামিল।

প্রথমে শ্লোগান তুলেন মাওলানা হাসান জামিল। তিনি শ্লোগান ধরেন, ‘বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান’, ‘বয়কট বয়কট, ফ্রান্সের পণ্য বয়কট’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, ফ্রান্সের দূতাবাস’, ‘দিয়েছিতো রক্ত, আরও দিবো রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আল্লামা বাবুনগরী, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আল্লামা কাসেমী, জিন্দাবাদ জিন্দাবাদ’।

এর পর শ্লোগান তুলেন মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি শ্লোগান তুলেন এভাবে, ‘নারায়ে--তাকবির, আল্লাহু আকবার’, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘এ্যাকশন এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, দূতাবাস ঘেরাও হবে’।

তারপর শ্লোগান ধরেন মাওলানা মুহাম্মদ মামুনুল হক। তিনি শ্লোগানে বলেন, ‘ফ্রান্সের দুতাবাস, জ্বালিয়ে দাও উড়িয়ে দাও’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’, ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’। দিনব্যাপী সোশ্যাল মিডিয়ায় ঈমানদীপ্ত এই ৩ কণ্ঠের স্লোগান সবাইকে আমোদিত করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ