রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

আজ শুরু হচ্ছে ভাষা সাহিত্য ও সাংবাদিকতা কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘নিজেকে গড়াই হোক জীবনের প্রথম অঙ্গীকার’ প্রতিপাদ্যকে ধারণ করে আজ থেকে শুরু হচ্ছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগ ও বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের তত্ত্বাবধানে ‘ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স।’ কোর্সের মেয়াদ: তিন মাস। মোট ক্লাস রয়েছে ২৫টি (প্রতিদিন দু’টি ক্লাস)।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হবে এ কোর্স। প্রথম দিন ক্লাসে উপস্থিত থাকবেন লেখক সাহিত্যিক গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বার্তা২৪ ডটকমের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকাটাইমসের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর। আওয়ার ইসলাম টোয়েন্টিফোরের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব।

সময়: প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২.৩০।
স্থান: মাহবুব প্লাজা/ক্যাফে বাগদাদ ভবন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ৬ষ্ঠ তলা, তোপখানা রোড, পল্টন ঢাকা। (পূর্ণাঙ্গ শীতাতপ নিয়ন্ত্রিত, ডিজিটাল, ভিআইপি ক্লাসরুম)

কোর্সে যেসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে

# কী পড়বো কেন পড়বো
# লেখালেখির প্রস্তুতি
# ভাষা বানান ও হাতে-কলমে প্রুফ ও সম্পাদনা
# গদ্যসাহিত্যস প্রবন্ধ-নিবন্ধ

# অনুবাদ সাহিত্য
# ছোটগল্প ও উপন্যাস
# ছড়া-কবিতা
# পাণ্ডুলিপি তৈরি

# সাংবাদিকতা রিপোর্টিং
# আবৃত্তি ও উচ্চারণ
# অনলাইন সাংবাদিকতা
# ফিচার

# সাক্ষাৎকার
# প্রেস বিজ্ঞপ্তি, প্রেস ব্রিফিং, প্রেস নোট
# ফটোগ্রাফি বা ক্যামেরার ব্যবহার

কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন যারা

> মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সিনিয়র সহকারী সম্পাদক, দৈনিক ইনকিলাব

>আলী আর রাজী, শিক্ষক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
> আহমদ সেলিম রেজা, সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন
> মহিউদ্দিন আকবর, নজরুল গবেষক

>মাওলানা লিয়াকত আলী, সাংবাদিক ও মুহাদ্দিস
> মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মুহাদ্দিস ও লেখক
> মাওলানা শরীফ মুহাম্মদ, সম্পাদক, ইসলাম টাইমস
> আশরাফুল আলম পিন্টু, বিভাগীয় সম্পাদক, দৈনিক যুগান্তর

> বি এম হারিস, পরিচালক, অদ্রি, শাহবাগ
> মাওলানা আইয়ুব বিন মুঈন, পরিচালক, আবিমস
> মুফতি এনায়েতুল্লাহ, বিভাগীয় সম্পাদক, বার্তা২৪ ডটকম
> জহির উদ্দিন বাবর, বার্তা সম্পাদক, ঢাকাটাইমস
.
আরও প্রশিক্ষণ দেবেন প্রতিশ্রুতিশীল লেখিয়েরা

কোর্সের যত বৈশিষ্ট্য
* নিয়মিত অনুশীলন ও হোম ওয়ার্কের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে লেখালেখির উপযুক্ত করে গড়ে তোলা হবে।
* প্রতিটি ক্লাসেই থাকবে সমৃদ্ধ লেকচার শিট।
* কোর্স শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট এবং বাছাই করা ১০ জনকে নিউজরুমে ইন্টার্নশিপের সুযোগ।
* সাংবাদিকতা ও লেখালেখিতে আগ্রহীদের কর্মসংস্থানে সহযোগিতা।
* কোর্স চলাকালীন জাতীয় সংবাদপত্রে লেখার সুযোগ।
* নিয়মিত অতিথি প্রশিক্ষক ও প্রতিষ্ঠালব্ধ লেখকদের সঙ্গে সাক্ষাৎ-পরিচয় ও তাদের লেখক হয়ে ওঠার গল্প শোনার ব্যবস্থা।
* শিক্ষা উপকরণ প্রদানসহ নিয়মিত পুরস্কারভিত্তিক ক্লাস।

কোর্স ফি: মাত্র দুই হাজার টাকা (আসন সংখ্যা সীমিত)

যোগাযোগ:
০১৯১৪৫৭৪০৪৭ (বিকাশ)
০১৯৩১৪০৮৩৪৭

কোর্স পরিচালক হিসেবে থাকবেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব এবং কোর্স সমন্বয়ক হিসেবে থাকবেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম এর সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ