শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ফরিপুরের ভাঙ্গায় নার্সসহ ৩ জন করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>

ফরিদপুরের ভাঙ্গায় এই প্রথম ভাঙ্গা হাসপাতালের কর্তব্যরত নার্সসহ তিন জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনাক্ত হওয়া রোগী ও তাদের আশপাশের ১৬টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।

পাশাপাশি একটি মেডিকেল টিম রোগীদের সংস্পর্শে আসা কয়েক জনের নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ টেস্টের জন্য পাঠানো হয়েছে। আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা যায়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহসিন ফকির জানান, গত সোমবার সকালে ভাঙ্গা হাসপাতালের করোনা পয়েন্টে আমাদের হাসপাতালের কর্তব্যরত নার্স ও দুইজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসলে আমরা তাদের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা পিসিঅঅর ল্যাব্রটারীতে প্রেরন করি। মঙ্গলবার তাদের তিনজনেরই করোনা পজিটিভ আসে।

আক্রান্তরা হলেন- ভাঙ্গা পৌর সদরের হোগলা-ডাঙ্গী সদরদী বসবাসরত মাসুদ সরকারের স্ত্রী ভাঙ্গা হাসপাতালে কর্তব্যরত নার্স শরিফা আক্তার এ্যানি, উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের হায়দার শেখের ছেলে রুবেল (২২) এবং একই ইউনিয়নের নলিয়া গ্রামের চান শরীফের স্ত্রী জোসনা আক্তার (৪০)।

উল্লেখ্য, রুবেল এবং জোসনা দুজনেই ঢাকা থেকে এসেছেন। রুবেল ঢাকায় চাকরি করতেন, সে পারিবারিক কারণে বাড়িতে আসেন। পরে তাকে করোনা ভাইটাস টেস্ট করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিলো এবং জোসনা ঢাকা বেড়াতে গিয়েছিলেন বলে সূত্র জানায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ