আবদুল্লাহ সামি
কুমিল্লা উত্তর প্রতিনিধি>
কুমিল্লার দেবিদ্বারে নতুন করে আরও ৬ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এখন পর্যন্ত ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৯ জনের পজেটিভ এবং ২৬ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আইইডিসিআর-এর রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।
যাদের করোনা পজেটিভ- মারা যাওয়া ইউপি সদস্য বাগুর এলাকার শাহজালাল মেম্বারের ছেলের বউ মোসা. সাথী আক্তার (২৪)। একই এলাকার সেলিনা আক্তার (৪৫) ও সামিয়া জাহান (১৬) তারা সম্পর্কে মা-মেয়ে। এর আগে সামিয়ার বাবা কাইয়ুমের রিপোর্টও পজেটিভ আসে। নবিয়াবাদ এলাকার মুহা. সারওয়ার হোসেন (৩৬) ও তার স্ত্রী লায়লা আক্তার (২৬) এবং দেবিদ্বার উপজেলা গুনাইঘর উত্তর ইউনিয়নের মুহা. নুরুল ইসলাম (৫৫)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহম্মেদ কবীর জানান, করোনা পজেটিভ নয়জনের মধ্যে এক ইউপি সদস্যসহ দুইজন মারা গেছেন। একজন আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন। বাকিরা তাদের বাড়িতে হোম কোয়ারেন্টিনে চিকিৎসা নিচ্ছেন।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, নতুন শনাক্ত হওয়া ছয়জনের বাড়ির মধ্যে দুইটি বাড়ি আগে থেকেই লকডাউন ঘোষণা করা হয়েছিলো। নতুন করে গুনাইঘর উত্তর ইউনিয়নের নুুরুল ইসলামের বাড়িসহ আরও ৮/১০ টি বাড়ি এবং নবিয়াবাদ এলাকার আরও একটি বাড়ি লকডাউন করা হয়।
তিনি আরও জানান, আক্রান্তদের জন্য উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় খাবার ও ফল দেয়া হয়েছে। যতদিন প্রয়োজন হবে, তত দিন তাদেরকে খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে।
-এএ