শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ফটিকছড়ি লকডাউন ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফটিকছড়ি প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ফটিকছড়ি উপজেলাকে লকডাউন করছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে এ লকডাউন কার্যকর হবে। ফটিকছড়ির নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বাসেতের করোনা সনাক্ত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সায়েদুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা প্রদান করা হয়।

বুধবার ২২ শে এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সাংসদ সৈয়দ মজিবুল বশর ভান্ডারী ফটিকছড়ি উপজেলা লকডাউন করার নির্দেশ দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, খাগড়াছড়ির গাড়ি প্রয়োজনে মীরসরাই দিয়ে যাবে, কিন্তু ফটিকছড়ির মধ্য দিয়ে কোন গাড়ি আর যেতে পারবে না। যদি কেউ প্রশাসনের সিদ্ধান্ত না মানে তা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি এই দূর্যোগের মূহুর্তে ফটিকছড়িবাসীর সহযোগিতা কামনা করেন।

এদিকে যে চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাকে বৃহস্পতিবার সকালে তার পরিবারসহ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার বাড়ি সাতকানিয়ায়। বুধবার রাতেই নাজিরহাট হাসপাতালের উত্তর পাশে তার ভাড়া বাসা লকডাউন করে করা হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার বলেন, 'চিকিৎসক আক্রান্ত হলেও স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা যাবে না। আমরা ওই চিকিৎসকের সব কিছু ট্রেসিং করে ব্যবস্থা নেবো। তিনি সাতকানিয়া থেকে সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সায়েদুল আরেফিন বলেন, আজ বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে ফটিকছড়ি উপজেলাকে লকডাউন ঘোষণা করা হলো। এ আদেশ অমান্যকারীরদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ