শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


লামায় প্রথম করোনা রোগী সনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
লামা (বান্দরবান) থেকে>

বান্দরবানের লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ায় রাশেদা বেগম (৪০) নামে এক নারীর করোনা শনাক্ত হয়েছে। রাশেদা বেগম সে একই এলাকার জামাল উদ্দিনের স্ত্রী।

গতকাল মঙ্গলবার রাতে রাশেদা বেগমের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত রাশেদা বেগমের স্বামী জামাল উদ্দীন চট্টগ্রাম বোয়ালখালী থেকে গত ১০ এপ্রিল বাড়ি ফিরেন। খবর পেয়ে তার বাড়িতে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে লকডাউন করে হোম কোয়ারান্টাইন নিশ্চিত করেছিলেন উপজেলা প্রশাসন। গত ৫ দিন আগে তাদের নমুনা সংগ্রহ করা হয় এবং মঙ্গলবার রাতে রাশেদা বেগমের রিপোর্ট পজেটিভ আসে।

খবর পাওয়া মাত্র রাশেদা বেগমের বাড়িতে উপস্থিত হয়- লামা উপজেলা চেয়ারম্যান মু. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মু. মিজানুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বলেন, আক্রান্ত করোনা রোগীর রিপোর্ট পজেটিভ হলেও করোনা ভাইরাসের কোন লক্ষণ দেখা দেয়নি। সে সুস্থ আছে। তবে আগামী ৭দিন পরে আমরা আবারো তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠাব। সে সাথে আগামীকাল তাদের বাড়ির আশপাশের সবার নমুনা সংগ্রহ করা হবে।

লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, চট্টগ্রাম ফেরত জামাল উদ্দীনের স্ত্রী রাশেদা বেগমের নমুনা রিপোর্ট পজেটিভ আসায় ওই পরিবারটি সহ পুরো এলাকাটি লকডাউন করা হয়েছে। কোন পরিবারে খাদ্য সামগ্রী, ঔষধ ইত্যাদির প্রয়োজন হলে মোবাইল নাম্বার দেয়া হয়েছে যোগাযোগ করলে দায়িত্বশীলরা তা ব্যবস্থা করে দিবে।

উপজেলা চেয়ারম্যান মু. মোস্তফা জামাল বলেন, করোনা শনাক্ত পরিবারটিকে আগে থেকেই হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছিলো। আপাত তাদের ঘরের আইশোলেনিশনে রাখা হয়েছে। এক ঘরের মানুষকে অন্য ঘরে না যাওয়ার জন্য বলা হয়েছে। তাছাড়া আগামীকাল (বুধবার) পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হবে, তাদের রিপোর্ট হাতে পেলে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি মেরাখোলা থেকে বাহির হওয়ার সমস্ত রাস্তাকে ব্লক করে দেয়ার ঘোষণা দিয়ে সবাইকে নিজ নিজ বাড়িতে থাকার অনুরোধ করেছেন। করোনা শনাক্ত পরিবারকে ঘর থেকে বাহির না হতে কঠোর নিষেধাজ্ঞা প্রদান করেন। সে সাথে কেউ যেনো ভয়ে এলাকা থেকে পালিয়ে না যায় সেই অনুরোধ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ