আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পাঁচ চিকিৎসক, নার্স ও কর্মচারীসহ ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার মমেকের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। রাতে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এদিন ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মাঝে ৩৪ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া যায়। যেখানে মমেক হাসপাতালের পাঁচ চিকিৎসকসহ ১৪ স্বাস্থ্যকর্মী, ময়মনসিংহ নগরে ১, জেলার মুক্তাগাছার ২, হালুয়াঘাট ১, ফুলবাড়িয়া ১, ফুলপুর ২, ত্রিশালে ১ জন, জামালপুর জেলার ৭ জন, নেত্রকোনা জেলায় ৪ জন ও টাঙ্গাইল জেলার ১ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, তথ্য গোপন করে মমেক হাসপাতালের গাইনি বিভাগ, কিডনি বিভাগের ডায়ালাইসিস ও আইসিইউতে করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নেয়ায় তাদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
-এএ