শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ফরিদপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শহিদ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৫ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে একই গ্রামের শাহাজান শেখ এবং জাহাঙ্গীর মুন্সীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে পরিণত হলে জাহাঙ্গীর গ্রুপের লোকজন শাহাজান গ্রুপের শহিদের পেটে কোপ দিলে সে মারাত্বকভাবে আহত হয়। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

শহিদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার লোকজন উত্তেজিত হয়ে উঠে। খবর পেয়ে ভাঙ্গা থানা সার্কেল এডিসনাল এসপি গাজী মুহা. রবিউল ইসলাম এবং ভাঙ্গা থানা ওসি মুহা. শফিকুর রহমানের নেত্বত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানা সার্কেল এডিসনাল এসপি গাজী মুহা. রবিউল ইসলাম জানান, এ গ্রামের শাহাজান শেখ এবং জাহাঙ্গীর মুন্সীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনার সূত্রপাত। শাহাজান এবং জাহাঙ্গীরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। পুলিশ শহিদের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

এ দিকে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ