মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>
ফরিদপুরের ভাঙ্গায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার সকালে উপজেলার সহকারি (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আল-আমিন তাদের জরিমানা করেন।
জানা যায়, টিন ব্যবসায়ী মুহা. তুষার ভুইয়া ৪০ হাজার টাকা, টিন ব্যবসায়ী মুহা. নাছির মোল্লা ১৫ হাজার, কসমেটিকস ব্যবসায়ী মুহা. ইকবাল হোসেন বাবুল ৫ হাজার এবং কসমেটিকস ব্যবসায়ী লোকমান হাওলাদারকে ২ হাজার টাকাসহ মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র জানায়, করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলার জন্য সরকারী নির্দেশ অনুযায়ী এখানে দুপুর ১টা পর্যন্ত দোকান খোলা রাখার নোটিশ/ঘোষণা অনেক আগেই দেয়া হয়েছে। তারপরেও এরা দোকান খোলা রেখে সরকারী নির্দেশ অমান্য করায় জরিমানা করা হয়েছে।
-এএ