আওয়ার ইসলাম: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাড়ইল গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় মঞ্জুআরা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাতে ধরনজী-কড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত মঞ্জু আরা বেগম উপজেলার পাড়ইল গ্রামের ছামিদুল হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য মোনোয়ার হোসেন জানান, মঞ্জুআরা রাতে প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় কড়িয়াগামী একটি মোটরসাইকেল মঞ্জুআরাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-এএ