শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


লামায় কর্মহীন মানুষের পাশে সাংবাদিক কামরুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
বান্দরবান (লামা) থেকে>

করোনা ভাইরাসের কারণে অনেক জায়গা লকডাউন ঘোষণা করা হয়েছে। এর ফলে  কর্মহীন হয়ে পড়েছে নিম্মআয়ের মানুষ। এই দুর্যোগপূর্ণ সময়ে প্রকাশ্যে ও গোপনে ত্রাণ বিতরণ করে আসছেন লামা উপজেলা পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ ও প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক মুহা. কামরুজ্জামান।

মঙ্গলবার পশ্চিম লাইনঝিরি গ্রামের ৯০ পরিবারের অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় এলাকাবাসীদের উদ্দেশ্যে মুহা. কামরুজ্জামান বলেন, সরকার আপনাদের জন্য সহযোগিতার ব্যাবস্থা রেখেছেন। একই সাথে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ব্যক্তি ও সামাজিক উদ্যাগে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আপনারা একান্ত জরুরী কাজ, কৃষি কাজ ছাড়া রাস্তায় বা কোথাও সমাগম ঘটাবেন না। সরকার ঘোষিত বিধি মেনে পরস্পর দূরত্ব বঝায় চলুন। দূর্যোগকালীন সময়ে কষ্টতো হবেই। আসুন সবাই আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করি। সামাজিক দূরত্ব মেনে কাজ করুন। প্রশাসনকে সহায়তা করুন। তা হলে আমরা অচিরেই আল্লাহর রহমতে দুর্যোগ কেটে উঠতে পারবো।

তিনি আরও বলেন, এভাবে সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সমাজের বিত্তবানরা যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে আসলে আমাদের লামা উপজেলা মধ্যে হয়তো কেউ অভুক্ত বা অনাহারে থাকবে না।

উল্লেখ্য, লামা উপজেলার পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদ ও সার্ক মানবাধিকার ফাইন্ডশেন একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হওয়া স্বত্বেও নিজস্ব উদ্যোগে ও অর্থ ব্যয়ে মুহা. কামরুজ্জামান অসুস্থ শরীর নিয়ে প্রত্যন্ত অঞ্চলে অসহায় গরীব দুঃখী শ্রমজীবী মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

এই মহতি কাজে অনুজ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের যুগ্ন সম্পাদক লামা এমদাদুল হক তামিম সহ কয়েকজনে সহায়তা করে যাচ্ছেন। অনুপ্রেরণা যোগাচ্ছেন পার্বত্য অঞ্চলের মাটি ও মানুষের প্রিয় নেতা কাজী মুজিব ও মানবাধিকার নেত্রী নেলী।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, পার্বত্য নাগরিক পরিষদ লামা শাখার যুগ্ম সম্পাদক মুহা. এমদাদুল হক তামিম, এলাকার সর্দার মুহা. নুরুজ্জামান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামার নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ