আওয়ার ইসলাম: ভোলার মনপুরায় পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে চর ফয়েজ উদ্দিন এলাকার কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে ১২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত থেকে অভিযান চালিয়ে ১২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এসময় মুহা. কাউছার, আলি আজগর ও হারুন নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এঘটনায় হাজির হাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য আব্দুরবসহ চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। প্রধান আসামি যুবলীগ নেতা রবকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
মনপুরা থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত থেকে অভিযান চালিয়ে ১২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ৩ জনকে গ্রফতার করা হয়েছে। বাকি ১ জনকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
-এএ