শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় মৃত ব্যক্তির দাফনে মাদরাসা ছাত্রদের বিশেষ টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের জানাজা ও কাফন-দাফনের জন্য জেলার র্শীষ আলেমদের পরামর্শে ‘কওমী ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া’ মাধ্যমে দুইটি বিশেষ টিম গঠন করা হয়েছে।

প্রতিটি টিমে ১০ জন করে ২০ জন হাফেজ ও বিজ্ঞ আলেম রয়েছেন। এই সংগঠনটি স্থানীয় প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করবে।

‘কওমী ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া’ টিমের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বে থাকা মাওলানা ইউসুফ ভুঁইয়া গণমাধ্যমকে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় থেকে আমাদের ‘কওমী ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া’ টিমকে আক্রান্ত মৃত ব্যক্তির জানাজা ও দাফন কাজ করার জন্য অনুমোদন দিয়েছেন।

পাশাপাশি জেলার প্রতিটি উপজেলায় এই বিশেষ টিম গঠন করার জন্য বলা হয়েছে। এই প্রেক্ষিতে জেলার ৩টি আশুগঞ্জ, সরাইল, বিজয়নগর উপজেলার ইতোমধ্যে টিম গঠন সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ‘কওমী ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া’ এটি কওমী মাদরাসার ছাত্র-শিক্ষকের মাধ্যমে পরিচালিত সামাজিক সংগঠন। কওমী ব্লাড ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া’র অধীনে গত তিন বছর ধরে প্রতি বছর ১ হাজারের অধিক ব্যাগ রক্ত স্বেচ্ছায় দিয়ে আসছে কওমী মাদরাসা শিক্ষার্থীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ