আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী ব্যক্তিদের গোসল ও কাফন-দাফনের ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কওমি মাদরাসার ছাত্র ও আলেমদের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ সাইদুল ইসলাম এর মাধ্যমে ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে একটি সেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।
এ টিম গঠন শেষে উপজেলা কনফারেন্স রুমে ঐ সকল স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ প্রধান করেন নারায়ণগঞ্জ জেলা ইফা-র ফিল্ড সুপারভাইজার মুহাঃ আল আমিন।
জানা গেছে মরন-ব্যাধি করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের কাফন-দাফনের জন্য টিম গঠনে বেশ ভূমিকা রাখেন ক্বওমী মাদ্রাসার তরুণরা। এ টিমে অংশ নেন বেশ কিছু সামাজিক সংগঠনও। সংগঠনগুলো হচ্ছে কওমি ছাত্রদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম শায়খআবু তাওয়ামা ছাত্র সংসদ, সোনারগাঁ, আলোর দিশারী সংসদ হামছাদী, সোনারগাঁ, নবচেতনা যুব সংসদ জৈনপুর, সোনারগাঁ, যুব উন্নয়ন সংস্থা,কাচঁপুর জনকল্যাণ সেবা সংস্থা,বিডি ক্লিনিং সোনারগাঁ,সোনাকান্দা একাডেমী সনমান্দী,স্বপ্নের সোনারগাঁসহ ১০ সংগঠন।
করোনায় মৃত ব্যক্তিদের শরীয়াহ সম্মত গোসল, কাফন-দাফন ও জানাযা সকল কাজ আন্জাম দিবেন তারা। সকল কাজ যেন ইসলামী শরীয়াহ অনুযায়ী হয় তার জন্য উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ সাইদুল ইসলাম-র প্রতি কওমি তরুণদের একটি দাবীও থাকে। এসব আলোচনা হয় উপজেলা কনফারেন্স রুমে একটি আলোচনা সভায়।
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন কাফন-দাফন টিমের সঙ্গে (০১৭০৮৪৪২২৫৮,০১৮২০২০৩১৩১, ০১৪০২৩৬৭৬৪৬) যোগাযোগের মাধ্যমেই সেখানে পৌঁছে যাবে টিমের সদস্যরা।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: সাইদুল ইসলাম বলেন, করোনা আক্রান্ত মানুষের পাশে দাড়াবার জন্য আপনারা এসেছেন। আমি আপনাদের আলো হিসাবে বিবেচনা করছি।
যখন মানুষ অন্ধকারে নিমজ্জিত থাকে কিছুই দেখতে পায় না। তখন তাকে একটু আলো দিয়ে সামনে নিয়ে যাওয়া হয়। এরকম আপনারাও জাতিকে আলো দিয়ে সামনে নিয়ে যাবেন। আমি আপনাদের আলোকিত টিম হিসাবে বিবেচনা করছি।
-এটি