শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


লামায় জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
বান্দরবান (লামা) থেকে>

বান্দরবান লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের পরিবারের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে মোট ৯জন গুরুতর আহত হয়েছেন।

গতকাল সোমবার ভোর সাড়ে ৫টায় ইউপির ৬নং ওয়ার্ডের হায়দারনাশী এলাকায় এই ঘটনা ঘটে। এতে মুহা. হোসেনের পরিবারের ৬ জন ও মুহা. মঞ্জুর আলমের পরিবারের ৩ জন গুরুতর আহত হয়ে উভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডাক্তার মুহা. কাইছার বলেন, প্রথমে আসা মুহা. হোসেনের পরিবার ৬ জন সবার শরীরে দা ও ছুরির আঘাতের চিহ্ন আছে।

জানা যায়, বাড়ির জায়গা নিয়ে তাদের বাবা-চাচার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মুহা. হোসেনের ছেলে রবিউল হাসান ভোরে বাড়ি তৈরির জন্য গাড়িতে করে ইট আনতে গেলে তার চাচা মুহা. মঞ্জুর আলম ও তার পরিবারের লোকজন বাধা দেয়। বাধা উপেক্ষা করে ইটের গাড়ি বাড়িতে প্রবেশ করতে গেলে তারা প্রথমে চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে দেয়। পরে ১০/১৫ জন সংঘবদ্ধ হয়ে দা, ছুরি ও লাঠি দিয়ে মারধর করে। ফলে মুহা. হোসেন পরিবারের আছমাউল হুসনা (২০), হালিমা হোসেন (৪৮), শাকিবুল হাসান (১৭), আতিকুল হাসান (২৭), মুহা. হোসেন (৫০) ও রবিউল হাসান (২৮) গুরুতর আহত হয়।

ছোট ভাই মুহা. মঞ্জুর আলম বলেন, আমাদের বাধা উপেক্ষা করে বাড়ির কাজ করতে গেলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। তারাও আমাদের পরিবারের শাহেনা বেগম (৪৮) , মুহা. মঞ্জুর আলম (৫০) ও ফাতেমা আক্তার (২২) এই তিন জনকে আহত করেছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার মো. শফিউল আলম বলেন, দুই ভাইয়ের মধ্যে জমির বিরোধ বেশ দীর্ঘ দিন ধরে। স্থানীয়ভাবে সমাধান করতে গেলে উভয় পক্ষ মেনে নিতে রাজি নয় বলে অভিযোগ করছেন তিনি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উভয়পক্ষকে শান্ত থেকে চিকিৎসা করতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ