শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


লামায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
বান্দরবান (লামা) থেকে>

বান্দরবান লামা পৌরসভার পূর্ব নয়াপাড়া এলাকায় করোনার উপসর্গ নিয়ে আমির হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার  সাড়ে ৯ টার সময় তার মৃত্যু হয়। নিহত আমির হোসেন লামা পৌরসভার ২নং ওয়ার্ড পূর্ব নয়াপাড়া এলাকার সৈয়দ নূরের ছেলে।

নিহতের বাড়ি পরিদর্শন করেন- লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহা. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নুর-এ জান্নাত রুমি, পৌর মেয়র মুহা. জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মুহাম্মদ রিজওয়ানুল ইসলাম, লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক, লামা আর্মি ক্যাম্প কমান্ডার, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা ও শাকিরা বেগম প্রমুখ।

এবিষয়ে নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, গত এক সপ্তাহ ধরে সর্দি কাশি ও জ্বর নিয়ে কষ্ট পাচ্ছিলো আমির হোসেন। মৃত্যুর পূর্বে তার বুক ব্যাথা, বমি, গলা ব্যাথা, জ্বর ও বুক ফুলে গিয়েছিল।

তবে নিহত আমির হোসেন বেশ কয়েক বছর ধরে ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছেন বলেও স্থানীয় সূত্রে জানা যায়।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুল হক বলেন, নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা জানার জন্য আমরা নিহত এবং তার পরিবারের সবার এবং তার পার্শ্ববর্তী তিন পরিবারের ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, নিহত ব্যক্তির পরিবারের সদস্য এবং তাদের নিকটতম প্রতিবেশীদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালকে বিশেষ নজরদারিতে এবং রোগীর সংস্পর্শে আশা ব্যক্তিদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হলে মৃত ওই ব্যক্তির পুরো গ্রামকেই লকডাউন করা হবে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ