আওয়ার ইসলাম: ফুলবাড়ীয়া উপজেলার বরকা পুরাতন বাজারে সামাজিক দুরত্ব নিশ্চিত ও নির্ধারিত সময়ের পরও বাজারে অবস্থান করায় এলাকবাসীকে বাড়িতে অবস্থানের জন্য পুলিশ কঠোর অবস্থানে গেলে উৎসুক জনতা পুলিশের উপর হামলা করে।
গতকাল সোমবার রাত ৮টা দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় এএসআই রকিবুলসহ এক কনস্টেবল আহত হয়। ভাংচুর করা হয় পুলিশের একটি মোটরসাইকেল।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত ও র্নিধারিত সময়ের পরও বাজারে অবস্থান করার বিষয়টি পুলিশ জানতে পারে। বাজারে গেলে পুলিশ দেখে মানুষ দৌড়াদৌড়ি শুরু করে ২ জন আহত হয়।
দুই পুলিশ সদস্য বরুকা নতুন বাজারে একটি ঘরে বসে থাকা অবস্থায় বরুকা পুরাতন বাজারের কিছু লোক লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা করে। মোটর সাইকেল ভাংচুর করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
-এএ