বেলায়েত হুসাইন: ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের দাফন-কাফনে অংশ নেয়ার জন্য ২৪ জন তরুণ আলেমের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। কওমী মাদরাসার এসব তরুণ আলেম স্বেচ্ছায় এই টিম গঠন করেছেন।
গতকাল সোমবার ফরিদপুরের পুলিশ সুপার এই টিমের অনুমোদন দেন। এই টিমের আহ্বায়ক হিসেবে রয়েছেন মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব হাফেজ মাওলানা জামিল সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে রয়েছেন- হাফেজ মাওলানা আবু নাসির, হাফেজ মাওলানা খবির উদ্দিন, মাওলানা শেহাবউদ্দিন, মাওলানা আবুল আহাদ সিদ্দিকী, মুহা. সাইফুল ইসলাম প্রমুখ।
ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান তরুণ আলেমদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যেক থানাতে এ কাজের জন্য পাঁচজন পুলিশ সদস্যকে নিয়ে বিশেষ টিম রয়েছে। তাদের সাথে এই টিম কাজ করবেন।
হাফেজ মাওলানা জামিল সিদ্দিকী বলেন, নবী সা. কোন উম্মত যাতে মৃত্যুর পর শরিয়তসম্মতভাবে দাফন-কাফনের হক হতে বঞ্চিত না হন সেজন্য আমাদের এই টিম গঠন করা হয়েছে। আমরা করোনায় আক্রান্তদের গোসল, জানাযা ও দাফনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবো।
আহ্বায়ক মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান বলেন, আমরা ইনশাআল্লাহ প্রস্তুত রয়েছি। সর্বাবস্থায় আমাদের টিম করোনায় নিহতদের পাশে দাড়াবে। ফরিদপুরের পুলিশ সুপার সার্বিক সহযোগিতা সহ আমাদের পাশে থাকার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। আমরা প্রশাসনের সাথে থেকে শরয়ী পদ্ধতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মেনেই এই সমস্ত কাজ সম্পাদনা করবো ইনশাআল্লাহ্। যোগাযোগ করুন- 01762829043, 01747017848, 01718759711
-এএ