শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


লামায় ৬৫ বৌদ্ধ বিহারে জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
বান্দরবান (লামা) থেকে>

করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে বিহারবন্দী বৌদ্ধ ভিক্ষুদের খাদ্যাভাব দুরভিত করতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি) নির্দেশনায় বান্দরবান জেলা পরিষদের মাধ্যমে লামা উপজেলার ৬৫টি বৌদ্ধ বিহারে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

গতকাল রোববার সকাল থেকে বিহারে বিহারে গিয়ে বরাদ্দকৃত খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন জনপ্রতিনিধিরা।

জানা যায়, লামা উপজেলায় সর্বমোট ৬৫টি বৌদ্ধ বিহার থেকে ৫টি বিহারের প্রতিনিধিদেরকে ৫০ কেজি চাল, ৪ কেজি আলু, ২কেজি ডাল , ২ কেজি লবন, ২ কেজি চিনি, ২ কেজি তৈল, পাউডার দুধ ও চা পাতা। আর ৬০টি বিহারের প্রতিনিধিদেরকে ২৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি তৈল, ১ কেজি পাউডার দুধ ১ কেজি চা পাতাসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি বৌদ্ধ বিহারে ভিক্ষু, শ্রমন ও অনাথ শিশু এবং সাংগ্রাই উৎসবের সময় লক ডাউন, জরুরী স্বাস্থ্য বিধি মেনে চলাসহ স্ব-স্ব প্রতিষ্ঠানে ধর্মীয় অনুগ্রহের মাধ্যমে করোনা ভাইরাস থেকে দেশ ও জাতির মুক্তি কামনায় প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, করোনা দূর্যোগকালীন সময়ে স্তম্ভিত জনপদে অহিংসামন্ত্রে দীক্ষিত, বিশ্বমৈত্রী কামনায় প্রতিনিয়ত দিক থেকে দিকান্তরে বিচরণকারী বৌদ্ধ ভিক্ষুরাও আজ বিহারবন্দী।তাই এ ক্রান্তিলগ্নে পার্বত্য মন্ত্রীর নির্দেশনায় জেলা পরিষদের তত্বাবধানে গতকাল শনিবার থেকে ভিক্ষু সংঘের প্রতি আহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ত্রাণ কার্যক্রমে অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফা জামাল, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদের সদস্যা ও লামা উপজেলা মহিলা আওয়ামীগের সভানেত্রী ফাতেমা ফারুল, উপজেলা আ,লীগের যুগ্নসাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান চাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আ,লীগের সভাপতি মোঃ রফিক, সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মংছিং প্রু মার্মা সহ প্রমূখ।

বিহারীদের খাদ্য সামগ্রী বিতরণের সত্যতা নিশ্চিত করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা ফারুল বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের নির্দেশে বরাদ্দকৃত খাদ্য সামগ্রী বিহারে বিহারে পৌঁছে দেওয়ার পাশাপাশি সবাইকে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা, লকডাউন মেনে চলাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে।

বিহারিদের ত্রাণ বিতরণের কর্মসূচিতে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ফাতেমা ফারুল, লামা উপজেলা আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইছিং মার্মা, সাংগঠনিক সম্পাদ প্রদীপ কান্তি দাশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ