গাজী তাওহীদুর রহমান
যশোর থেকে>
গত ২৪ ঘণ্টায় যশোর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে করোনা সন্দেহে ১৯ জনের রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে গত ১৪ দিনে করোনা সন্দেহে ৯৮ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ সময়ের মধ্যে ল্যাব থেকে ৩২টি নমুনার প্রতিবেদন হাতে পেয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিবেদন অনুযায়ী জেলায় একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকি ৩১ জনের করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তবে এখনও ৬৬ জনের নমুনার প্রতিবেদন আসতে বাকি আছে বলে জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন।
এদিকে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৫ জনকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ৬৪ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং একজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে গত ৩২দিনে জেলায় মোট দুই হাজার ৯১১ জনকে কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়। তবে কোয়ারেন্টাইনের কেউ আক্রান্ত না হওয়ার ইতোমধ্যে দুই হাজার ৩৭০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
এ ব্যাপারে সিভিল সিভিল সার্জন ডা. আবু শাহীন জানান, গত মাসের ১০ মার্চ থেকে জেলা স্বাস্থ্য বিভাগ পরিসংখ্যান সংগ্রহ করা শুরু হরে। কিন্তু প্রথম দিকে জেলায় সন্দেহ ভাজনদের রক্তের নমুনা সংগ্রহ করার কোন ব্যবস্থা ছিলো না। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ১ এপ্রিল থেকে জেলায় করোনা সন্দেহভাজন হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকাদের শরীর থেকে রক্ত সংগ্রহ হরে ঢাকা আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে চলতি মাসের সাত তারিখ থেকে খুলনা মেডিকেল কলেজে পরীক্ষা শুরু হলে ৯ এপ্রিল থেকে সেখানে রক্তের নমুনা পাঠানো হচ্ছে।
-এএ