আওয়ার ইসলাম: ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে যাত্রীদের নদীপথে আগমন ঠেকাতে সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী চৌহালী উপজেলার ৩টি ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুত আহমেদ।
রোববার সন্ধ্যার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক মানুষ সড়ক ও নৌপথে চৌহালী উপজেলার দুর্গম যমুনা চরের বিভিন্ন এলাকায় আগমণ করেছেন। এ কারণে চর এলাকায় করোনা ছড়ানোর আতঙ্ক বেড়েছে।
এজন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশক্রমে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সভায় গৃহিত সিদ্ধান্তে সোমবার বিকেল ৫টা থেকে খাষপুখুরিয়া, বাঘুটিয়া ও উমারপুর ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়েছে।
এবিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম এ কাদের জানান, উল্লেখিত তিনটি ইউনিয়নে জরুরি সেবা প্রদানে নিয়োজিত যানবাহন ও পণ্যবাহী গাড়ি ছাড়া সবধরণের যানবাহন চলাচল, জনসমাগম, প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। লকডাউন নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
-এএ