শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


শাহাজানপুর জামিয়া মাহমুদিয়ার উদ্যোগে অসহায়দের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের এ কঠিন পরিস্থিতিতে রাজধানী ঢাকার শাহাজানপুরে জামিয়া মাহমুদিয়ার উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

করােনা ভাইরাস সংক্রামনের বিস্তার ঠেকাতে সরকার মানুষের চলাচল সীমিত করে দিয়েছে। এই পরিস্তিতিতে দিনমজুর ও শ্রমজীবিসহ সমাজের দরিদ্র শ্রেনীর মানুষের হাহাকার চলছে। পাশাপাশি মধবিত্তের কিছু মানুষ যারা লাইনে দাঁড়াতে পারে না ইজ্জত সম্মানের ভয়ে আবার ঘরেও খাবারের বেবস্থা নেই বিশেষ করে মসজিদ ও মাদরাসার খাদেম, দারওয়ান ও অসহায় আলেমদের সেবায় এগিয়ে আসছেন রাজধানীর শাহজাহানপুর থানার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া মাহমুদিয়া মাদরাসা (রেলওয়ে কলােনি কেন্দ্রিয় জামে মসজিদ কমপ্লেক্সএর) সম্মানিত সভাপতি মিডলাইন পরিবহন (প্রাঃ লিঃ) এর সম্মানিত চেয়ারম্যান ওলামায়ে কেরামের অত্যন্ত আপনজন আলহাজ্ব নুরুন্নবী ভুইয়া রাজু।

জামিয়া মাহমুদিয়া শাহজাহানপুরের প্রিন্সিপাল মুফতি সুলতান আহমদ জাফরী বলেন, আমাদের সভাপতি এলাকার মসজিদের খাদেম ও অসহায় আলেম ওলামা ও দিনমজুর শ্রমজীবী ৫৫০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, সাবান সহ নগদ টাকা পৌঁছে দিয়েছেন।

ভাইরাস সংক্রামন রােধে জীবানুনাশক ৫টি স্প্রে মেশিন ৫ জন সমাজকর্মীর নিরাপত্তা পােশাক (পি পি ই) সহ সকল মসজিদ মাদ্রাসা ও বাসা বাড়িতে স্প্রে করার ব্যবস্থা করেছেন। এই ধারা অব্যহত থাকবে। ইনশাআল্লাহ। সমাজের বিত্তবানদের সকলকে এই বিপদের সময় এগিয়ে আসার আহবান জানান, উক্ত ক্রান বিতরনকালে উপস্থিত ছিলেন জামিয়া মাহমুদিয়ার সেক্রেটারি ও মিডলাইন পরিবহন (প্রাঃ লিঃ) এর এম,ডি জনাব ইব্রাহিম খলিল মুনির, গাজি মাজহারুল ইসলাম, হাফেয আব্দুল কারীম সহ স্থানীয় প্রসাশনের লােকজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ