আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজীর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের কর্মহীন বিপদগ্রস্ত ১০০মুসলিম-অমুসলিম পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আলেম ও সাধারণ মানুষের মাঝে নগদ অর্থও প্রদান করা হচ্ছে।
গতকাল শনিবার স্বেচ্ছাসেবকরা ত্রাণসামগ্রী রাতের আধারে বিপদগ্রস্ত কর্মহীন পরিবারের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন।
মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন,দ্বীনদার ও জনদরদী ভাই-বোনদের আমানত প্রকৃত হকদারদের কাছে পৌঁছে দিতে পেরে মহান রব্বুল আলামীনের শুকরিয়া আদায় করছি। পর্যায়ক্রমে আমাদের কার্যক্রম চলবে।
আমাদের কার্যক্রমে রয়েছে ত্রাণসামগ্রী বিতরণ, ফ্রি কাঁচা বাজার ও বিপদগ্রস্ত আলেমদের নিকট গোপনে হাদিয়া পৌঁছে দেওয়া। এ কার্যক্রমের তত্ত্বাবধান করছেন হরষপুর ইয়ং ক্লাবের সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী।
-এটি