শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১০ টাকা কেজির ২৮ বস্তা চাল জব্দ, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা: আ: হান্নান মানছুর
খাগড়াছড়ি থেকে>

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় কালোবাজারে বিক্রি হওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ২৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পরে স্থানীয়রা ওই চাল ক্রেতার বাড়িতে গিয়ে জব্দ করেন। পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ২৮ বস্তা চাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় চাল ক্রেতা মো. হাশেমকে আটক করা হয়। তবে ডিলার মোমিন মিয়া পলাতক রয়েছেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ২৮ বস্তা চাল উদ্ধার করেছি। এ ঘটনায় ডিলার এবং ক্রেতার বিরুদ্ধে নিয়মিত মামলা জারি হবে।

এ ছাড়া এখানে যে অফিসারকে সংযুক্ত করা হয়েছে, তার কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ