আওয়ার ইসলাম: ফরিদপুরে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে সত্তরোর্ধ্ব দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই দুই বৃদ্ধ মধুখালী উপজেলা ও ভাঙ্গা উপজেলার বাসিন্দা।
গতকাল সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের (ফমেক) আইসোলেশনে ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, এদের মধ্যে একজন জ্বর, নিউমোনিয়া এবং কিডনি জটিলতা নিয়ে শনিবার ফমেক হাসপাতালে ভর্তি হন। পরে আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। অন্যদিকে, শ্বাসকষ্ট ও লিভারের সমস্যা নিয়ে মারা যান অপরজন।
সিভিল সার্জন বলেন, দুই ব্যক্তি কোভিড-১৯ পজেটিভ কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে, সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ এলাকায় দু'জনের দাফন সম্পন্ন হয়েছে। এ সময় নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও মৃতদের বাড়ির আশপাশের ৬-৭ ঘরের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
-এএ