শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ পুলিশের মাদকবিরোধী অভিযানকালে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে। এঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। এসময় ঘটনাস্থল হতে মাইক্রোবাস, মাদক, অস্ত্র, কার্তুজ ও খোসা উদ্ধার করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী চিংড়ি প্রজেক্ট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত দুই জন হলেন— টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার সুলতান আহমেদের ছেলে মাহমুদ উল্লাহ (২৬) ও হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ মিজান (২৪)। আহতরা হলেন- পুলিশের এসআই সুজিত (৩৫), এএসআই নাঈমুল হক (৩৯), ফখরুজ্জামান (৩১) ও কনস্টেবল সিকান্দর (২২)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থানার সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সে সময় মাইক্রোবাসটির চালক মাহমুদ উল্লাহকে আটক করে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া তথ্য ও স্বীকারোক্তি অনুযায়ী রোববার দিবাগত ১টার দিকে তাকে সঙ্গে নিয়ে হোয়াইক্যং ইউনিয়নের নাফনদী সংলগ্ন ঝিমংখালী চিংড়ি প্রজেক্ট এলাকায় মজুদ করে রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল।

পুলিশের দলটি সেখানে পৌঁছালে আগে থেকে অবস্থান করা মাদক চোরাকারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে এবং আটক মাহমুদকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সে সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবদ্ধ অবস্থায় দুই জনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকের পরামর্শে ভোরে তাদের সেখান থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দুই জনের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় অস্ত্র, মাদক ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়ার অভিযোগে আলাদা তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত দুই জনই মাদক চোরাকারবারি।

এদিকে জব্দকরা মাইক্রোবাস থানায় নেয়ার পথে হোটেল হিলটপ এলাকায় পৌঁছলে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়ে পুড়ে যায়। পরে ফায়ার ব্রিগেডের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, তদন্ত করে এই ঘটনায় সম্পৃক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ