আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে লালমনিরহাটে দুইজনকে আইসোলেশনে রাখা হয়েছে। ওই দুই ব্যক্তি জ্বর-গলা ব্যথা নিয়ে লালমনিরহাট সদর হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি হন।
গতকাল রোববার দুপুরে আইসোলেশনে থাকা ওই দুইজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনকে শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ও অপরজনকে রাতে আইসোলেশনে ভর্তি করা হয়।
জানা গেছে, গত ১০ দিন আগে স্বপরিবারে ঢাকা থেকে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের বাড়িতে আসেন ৪০ বছর বয়সী ওই ব্যক্তি। তিনি গত পাঁচ দিন ধরে জ্বর ও গলা ব্যথায় ভুগছেন।
অপরদিকে লালমনিরহাট পৌরসভার নর্থবেঙ্গল মোড় জুগীটারী এলাকার ৩০ বছর বয়সী এক ব্যক্তি জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথার উপসর্গ নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছেন। তিনি গত ২০ দিন আগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বলে জানা গেছে।
লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, ওই দুইজন জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথা নিয়ে লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওই দু’জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক আবু জাফর জানান, দুই পরিবারের লোকজনকেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে একজন যুক্ত হয়েছেন। মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৯৯ জন। হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ১৫২ জন।
-এএ