আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু করেছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।
আজ(৫এপ্রিল) রবিবার সকাল ৯টা থেকে ২টি গ্রুপে বিভক্ত হয়ে ত্রাণ বিতরণের এই কার্যক্রমটি আরাম্ভ হয়।
প্রথম গ্রুপটি সকাল ৯টায় ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল্লাহ এবং কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আমির ইবনে আহমাদের নেতৃত্বে নগরীর ৭০টি মসজিদের ত্রাণ বিতরণ এর কার্যক্রম পরিচালনা করেন,এই গ্রুপে ত্রাণ হিসেবে ছিল ৩থেকে ৫কেজি করে চাল,ডাল,পেঁয়াজ,রসুন,আলু ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস,এছাড়াও অনেকগুলো পরিবারকে নগদ অর্থও প্রদান করা হয়।
দ্বিতীয় গ্রুপটি বেলা ১১টায় ইত্তেফাকুল উলামার জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল রহমান ও মাওলানা চৌধুরী নাসির আহমদের নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠান,মাদ্রাসা শিক্ষক এবং এমন সব পরিবার যারা মানুষের কাছে চাইতে পারে না,তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করেন।
অপরদিকে খানকায়ে হুসাইনিয়া মাদানীয়ার মুতাওয়াল্লী ও ইত্তেফাকুল উলামার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি মাহবূবুল্লাহর ব্যক্তিগত উদ্যোগে শ্রমজীবী ও ভাসমান মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণের ধারাবাহিকতায় ৪র্থ দিনের মতো আজ দপুর ২টায় নগরীর আন্তঃজেলা বাস টার্মিনালে(ব্রিজ মোড়)১৩৫টি রান্না করা খাবারের প্যাকেট ও পানির বোতল বিতরণ করা হয়। এছাড়াও ২৫০টি পরিবারের মাঝে চাল,ডাল,তেল, আলু ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি আমির ইবনে আহমদ আওয়ার ইসলামকে বলেন,আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন মসজিদে করোনাভাইরাসের কারণে অসহায় হতদরিদ্রদের জন্য কিছুদিন আগে একটি সাহায্যের আবেদন করেছিলাম,আর ইতিমধ্যে অনেক দানশীল ব্যক্তিবর্গ আমাদের ডাকে সাড়া দিয়েছেন,আজ থেকে ত্রাণ বিতরণ এর এই কার্যক্রম আমরা শুরু করেছি,ইনশাল্লাহ সামনেও প্রতিদিন এ কার্যক্রম অব্যাহত থাকবে।
-এটি