শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ঈশ্বরগঞ্জে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আজ বুধবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ করা হয়েছে।

আজ বুধবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মুহা. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ২৫ মার্চ সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যেমন: ঔষধ, কাঁচা বাজার, মুদি দোকান, পোল্ট্রি ও ফিশ ফিড ব্যতীত সর্বপ্রকার হাট-বাজার, শপিংমল, সুপারমল, চায়ের স্টল, কফি হাউস, ভ্রাম্যমাণ খাবারের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অতি জরুরী প্রয়োজন (খাদ্য, চিকিৎসা, দাফন-কাফন, সৎকার ইত্যাদি) ছাড়া সর্বসাধারণকে কোনক্রমেই ঘরের বাইরে বের না হতে নির্দেশ দেয়া হয়েছে।

'জরুরী সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত যানবাহন ব্যতীত অন্য সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।'

তাতে আরও বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় উপরোক্ত নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ