শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ময়মনসিংহে ৭ঘন্টা দোকানপাট খোলা থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে ময়মনসিংহ নগরীর দোকানপাট সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ ৭ ঘণ্টা খোলা থাকবে বলে নির্ধারণ করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

আজ শনিবার সন্ধ্যায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ব্যবসায়ী নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে চেম্বার সভাপতি আমিনুল হক শামীম এসব তথ্য জানান।

তিনি বলেন, দোকানপাট সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্থাৎ সাত ঘণ্টা খোলা থাকবে। তবে ওষুধের দোকান, খাবার হোটেলও পচনশীল পণ্যের বাজার এ সময়সীমার আওতামুক্ত থাকবে।

এছাড়াও সভায় চাল, ডাল, তেল, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঊর্ধ্বমূল্য ঠেকাতে সকলকে নির্দেশনা দেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন, দোকান মালিক ঐক্য পরিষদের সভাপতি এএম বজলুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুল আলম, জেলা পরিবেশক সমিতির সভাপতি মাহবুবুল আলম, রাইস মিল মালিক সমিতির সভাপতি মুহা. সেলিম, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি বিধুভষন দাস,এবং চেম্বার সহ-সভাপতি শংকর সাহা প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ