শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


কোয়ারেন্টাইন নির্দেশ অমান্য করায় প্রথম জরিমানা মানিকগঞ্জে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জের সাটুরিয়ায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে বাইরে যাওয়ায় এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল রোববার বিকেলে তাকে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম। তিনি বলেন, কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্য করে বাইরে যাওয়ায় ওই সৌদি প্রবাসীকে জরিমানা করা হয়।

জানা যায়, কোয়ারেন্টাইন না মানায় প্রথম জরিমানার ঘটনা এটি। সৌদি প্রবাসী ওই ব্যক্তির নাম মুহা. লাল মিয়া। তিনি সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষণ বাড়ি গ্রামের তারামিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, গত ৬ মার্চ সৌদি আরব থেকে দেশে আসেন লাল মিয়া। এরপর তাকে ১৪ দিন হোম কোয়রেন্টাইনে থাকতে বলে উপজেলা প্রশাসন। তিনি সেটা না করে বাইরে ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়ে সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলম গিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং আবার হোম কোয়ারেন্টইনে রেখে আসেন।

এদিকে মানিকগঞ্জে বেড়েই চলছে বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা। গত পাঁচদিনে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদেশফেরত ২২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশফেরত হওয়ার কারণে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, শনিবার (১৪ মার্চ) নতুন করে ৫২ জনকে পর্যবেক্ষণের জন্য চিহ্নিত করা হয়। শুক্রবার (১৩ মার্চ) ৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত জেলায় ১০৯ জন বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

তিনি বলেন, সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেছি। না হলে এটা ছড়িয়ে যেতে পারে। যারা কোয়ারেন্টাইন নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ