শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


করোনা ভাইরাস থেকে বাঁচতে দেশব্যাপী দোয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী-লক্ষ্মীপুর ওলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত নোয়াখালী-লক্ষ্মীপুর কাওমী ওলামা পরিষদের উদ্যোগে গত রোববার জোহরের পর এক জরুরী পরামর্শ সভা জামিয়া ইসলামিয়া মাইজদীতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা শফি উল্লাহ।

সভায় পরিষদের নেতৃবৃন্দ বলেন, আমাদের পাপ, অন্যায়-অনাচারের কারণে ‘করোনা ভাইরাস’ এর মত প্রাণঘাতী খোদায়ী গজবের আবির্ভাব ঘটেছে। যা চীন হতে প্রকাশ হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। যার থেকে পরিত্রাণের জন্য আল্লাহ তায়ালার নিকট দোয়া, ইসতেগ্ফার ও তাওবার বিকল্প নেই।

বৈঠকে আগামী ১৩ মার্চ জুমার পর ভারতের দিল্লিসহ সারা বিশ্বের মজলুম মুসলিমদের মুক্তি এবং ‘করোনা ভাইরাস’ থেকে হেফাজতের জন্য সকল খতীব, ইমাম ও মুসল্লিয়ানে কেরামের প্রতি মহান আল্লাহর নিকট দোয়া করার জন্য আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- নোয়াখালী-লক্ষ্মীপুর কাওমী ওলামা পরিষদের সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা আজীজুল্লাহ নওয়াব, মাওলানা মুশাররফ (আমানতপুর), মাওলানা আলী আহমদ (কলাকোপা রামগতি), মাওলানা নুরুল ইসলাম (হাজিরহাট) প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ