শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


টাঙ্গাইলের মির্জাপুরে কার-অটোরিকশায় সংঘর্ষে নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুরে সড়কে এ দুঘর্টনা ঘটে। এ সময় একটি প্রাইভেট কারকেও ধাক্কা দেয় ট্রাকটি।

নিহত পাঁচ যাত্রী হলেন- মির্জাপুরের কোরাতুলি গ্রামের সুনামউদ্দিন ও তার নাতি মাশরাফুল, ঘাঘরাই গ্রামের হৃদয় হোসেন, হাফিজউদ্দিন ও রেনু বেগম। তবে অটোরিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি।

মির্জাপুর দেওহাটা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি হাটুভাঙার দিকে যাচ্ছিল। এ সময় একটি মাটির ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ট্রাকটি একটি প্রাইভেট কারকেও ধাক্কা দেয়। তবে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও কেউ হতাহত হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ